শক্তি হারিয়েছে ‘জাওয়াদ’, দুপুরেই প্রবেশ বঙ্গে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 19 Second

শনিবারই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়া ‘জাওয়াদ’ রবিবার দুপুরের পর থেকেই পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির কারণ হতে পারে। এদিকে ‘জাওয়াদ’ উপকূলে প্রবেশ করতে না পারলেও রবিবার সকাল থেকেই তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘার সমুদ্রে। একই সাথে উত্তাল পুরীর সমুদ্রও। রবিবার সকালে অতিরিক্ত শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার হাওয়া দপ্তর জানিয়েছে, ‘জাওয়াদ’-এর জন্য গাঙ্গেয় বঙ্গে বিক্ষিপ্ত ভাবে হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার দুপুরেই নিম্নচাপ হয়ে পুরীতে ঢুকতে চলেছে ‘জওয়াদ’। তার পরে নিম্নচাপে পরিণত হাওয়া ‘জাওয়াদ’ ধীরে ধীরে এগোতে থাকবে বাংলার উপকূলের দিকে। হাওয়া অফিসের দেওয়া শেষ সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, পরের ১২ ঘণ্টায় আরও দুর্বল হবে ‘জাওয়াদ’। ফলে শুধুই একটি নিম্নচাপ যুক্ত অঞ্চলে পরিণত হবে ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী এলাকা। তাতে মাত্রাতিরিক্ত ঝোড়ো হাওয়া না বইলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ‘জাওয়াদ’ বঙ্গে প্রবেশ না করলেও রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। কলকাতা, হুগলি, হাওড়া-সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিও। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তরপ্রদেশে ৪০০ আসন বিজেপির, দাবি শাহের । এম ভারত নিউজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় এসে ভবিষ্যদ্বাণী করেছিলেন, বিজেপি ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসবে। যদিও মেলেনি অমিত শাহের সেই পূর্বাভাস। এ বার উত্তরপ্রদেশ আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে শাহের দাবি, ৪০৩টি আসনের মধ্যে ৪০০টি আসনেই জিতবে বিজেপি। ২০১৭-র নির্বাচনে উত্তরপ্রদেশে ৩০৪টি আসনে জিতে সরকার গড়েছিল বিজেপি। আজ অমিত শাহ […]

Subscribe US Now

error: Content Protected