0
0
Read Time:1 Minute, 22 Second
ইতিমধ্যে একটি প্রতিবেদনে সামনে এসেছে, রাশিয়ার একটি পোলট্রি ফার্মের মালিক ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন আ্যাভিয়ান ফ্লুতে। করোনা ভয়ে যে কোন প্রকার ফ্লুতে সাধারণ মানুষ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন, পাশাপাশি সংক্রমনের চিন্তাও থাকছে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে রাশিয়ান কর্তৃপক্ষ দ্বারা পরিস্থিতির ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয়েছে।
এই ঘটনা সামনে আসার পরেই চিন্তিত হয়ে পড়েন রাশিয়ার জনসাধারণ। যদিও পরবর্তীতে একটি সমীক্ষা দ্বারা জানা গেছে, যে ব্যক্তিটি এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি প্রধানত পাখির ঝাঁকের কাছে উপস্থিত ছিলেন । এই ভাইরাস বা ভাইরাস ঘটিত জ্বর প্রধানত পাখির শরীর থেকে সংক্রমিত হয়। ফলে বর্তমানে রাশিয়ার সরকারের তরফ থেকে, জনসাধারণকে সচেতন করে নির্দেশ জারি করা হয়েছে।