
আজ থেকে শুরু হচ্ছে ফ্রান্স-ভারত যুদ্ধ বিমানের যৌথ মহড়া। আজই আকাশে দাপট গর্জাবে যুদ্ধবিমান রাফেল। ২০ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী পাঁচ দিন পর্যন্ত। ইতিমধ্যেই যোধপুরে পৌঁছে গেছে দুই দেশের বিমান বাহিনী। কার্গো ক্যারিয়ার বিমল গ্যাব মাস্টার পৌঁছে গিয়েছেন ভারতীয় বিমান সেনার তরফ থেকে । তবে শুধু রাফেল নয়, পাশাপাশি শক্তি প্রদর্শনের ক্ষেত্রে উপস্থিত থাকছে মিরাজ ২০০০০, সুখোই-৩০ এমকেআই, আইএল-৭৮। অপরদিকে ফ্রান্সের বিমানবাহিনীর তরফ থেকে উপস্থিত থাকছে- রাফাল, এয়ারবাস এ-৩৩০, মাল্টি রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট (এমআরটিটি), এ-৪০০এম ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট৷

আজ এই ভারত ফ্রান্স যুদ্ধবিমান মহড়ায় অংশ নেবেন ১৭৫ জন সদস্য। মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট কর্মসূচি বিলম্বিত ও বাতিল হওয়ার পর রাফাল ফাইটার্সের মধ্যে দিয়ে আরও মজবুত হয়েছে দু’দেশের সামরিক সম্পর্ক৷ যদিও এই মহড়াকে রাফালের পরীক্ষা বলেই মনে করা হচ্ছে। যদিও এবার প্রথম নয় ২০১৪ সালেও ভারত এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ বিমান মহড়া হয়েছিল ,সে বছর ভারতের তরফ থেকে সুখোই এবং ফ্রান্সের তরফ থেকে রাফেল অংশ নিয়েছিল এই মহড়াতে।