রাজনীতি থেকে ইস্তফা নাকি অন্য রূপে ফিরছেন বাবুল ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

রাজনীতি থেকে সন্যাস নিলেন বাবুল সুপ্রিয় । নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের কথা জানিয়ে একটি পোস্ট করেন বাবুল । তিনি লেখেন, “আমি সাংসদ পদ থেকেও ইস্তিফা দিচ্ছি, চললাম.. Alvida… সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম… ‘বেশ কিছু সময়ে তো থাকলাম’.. কিছু মন রাখলাম কিছু ভাঙলাম.. কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম | মূল্যায়ন আপনারাই নয় করবেন আমি ‘আমার’ মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি. আমার মতো করেই বলছি.. চললাম… সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি মোহনবাগান একটাই দল করেছি ‘বিজেপি’ । এটাও স্পষ্ট করে দিতে চাই যে আমি অন্য কোনোও রাজনৈতিক দল জয়েনও করছিনা” ।

যদিও জানা গেছে র পরে আরও একটি পোস্ট করেছিলেন বাবুল যেখানে অন্য দলে যাওয়ার কথা তিনি জানিয়েছিলেন যদিও পরে সেটিকে মুছে ফেলেন তিনি । জল্পনা বাড়ছে, তবে কি তিনি বিজেপি ছাড়লেও ছাড়ছেননা রাজনীতি ? বিজেপিই বা ছাড়ছেন কেন ? শোনা যাচ্ছে, নানা কারণেই অনেকদিন ধরে বাবুলের মনে ক্ষোভ জমছিল৷ কিন্তু ক্ষোভে সম্ভবত প্রলেপ দিচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব৷ কিন্তু বিধানসভা নির্বাচনে হার এবং তার উপরে মন্ত্রিত্ব হারানোর ধাক্কা আর সামলাতে পারেননি সেলিব্রিটি থেকে রাজনীতিক হওয়া বাবুল সুপ্রিয়৷ এ দিন নিজের ফেসবুক পোস্টেও বাবুল স্পষ্ট করে দিয়েছেন, মন্ত্রিত্ব হারানোর ধাক্কা তাঁর রাজনীতি ত্যাগের অন্যতম কারণ৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বৃষ্টিতে পাঁশকুড়ায় ব্যাপক হারে ফসলের ক্ষতি । এম ভিরত নিউজ

প্রবল বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় পাঁশকুড়ার কংসাবতী নদীর জল ক্রমাগত বাড়ছে। এক প্রকার বিপদ সীমার উপর দিয়ে বইছে পাঁশকুড়ার কংসাবতী নদীর জল। জলের চাপে ইতিমধ্যেই নদীর বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। পাঁশকুড়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তীলোন্দপুর এলাকায় নদীর পাড়ে বড় ফাটল ধরা পড়েছে।এছাড়াও ৩ নম্বর […]
district_480

Subscribe US Now

error: Content Protected