লক্ষ্য বিধানসভা নির্বাচন ২০২২, প্রস্তুতি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 23 Second

লক্ষ্য বিধানসভা নির্বাচন ২০২২। আর তার আগেই পাঁচ রাজ্যের আগত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি-বৈঠক করলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর পাশাপাশি আরও ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতে না মিটতেই পরবর্তী বছরের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির নিয়ে বৈঠক ডাকেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী বছরের শুরুর দিকেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়ায়। আর এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত ব্লুপ্রিন্ট রচনা করতেই আজকের এই বৈঠক ডেকেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

আজ দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীত্বরা । আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং , স্বরাষ্ট্র মন্ত্রীর অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সিথারমন, নরেন্দ্র সিং তোমার, স্মৃতি ইরানি, এবং ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু প্রমূখ। গত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । মূলত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেভাবে রদবদল দেখতে পাওয়া যায়নি । একই কেন্দ্রীয় মন্ত্রী একাধিক বিভাগ সামলাচ্ছেন। মূলত তাঁদের ভার কিছুটা হালকা করতে রদবদলের কথা ভাবা হয়েছে। রাজনৈতিক মহলে চলতি এই জল্পনাকে উস্কে দেয় আজকের এই বৈঠক। তবে বৈঠক শেষে এক নেতা জানান, মূলত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করা হয় আজ।

প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, কিন্তু পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে বিরোধী দল কংগ্রেস। এবার কিভাবে পাঞ্জাবের ক্ষমতায় আসা যায়, সেই নিয়ে বৈঠক সারলেন তাঁরা। ওদিকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের ভাবমূর্তি ইতিমধ্যেই যে পরিমাণ কালিমালিপ্ত হয়েছে, তা পুনরায় ফিরিয়ে আনতে ঠিক কী করণীয় নির্ধারণ হয় আজকে এই বৈঠকে।এছাড়াও সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে সমন্বয় ঘটিয়ে ঠিক কোন কোন বিষয়ে জোর দিয়ে প্রকল্প গুলি চালানো হলে ,মানুষের উন্নয়ন সম্ভব তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় আজকের এই বৈঠকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মনিপুর ইউনিটে বিজেপির নয়া সভাপতি সারদা দেবী । এম ভারত নিউজ

মনিপুর ইউনিটে বিজেপির তরফে নয়া সভাপতি হলেন সারদা দেবী। ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা, ইতিমধ্যেই মনিপুর ইউনিটের বিজেপির সভাপতি হিসেবে সারাদা দেবীকে নিয়োগের শংসাপত্রে সীলমোহর দিয়েছেন। বিজেপি তরফে দেওয়া একটি বিবৃতিতে ভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহ জানিয়েছেন , গত ২০ জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শংসাপত্রের স্বাক্ষর […]

Subscribe US Now

error: Content Protected