Read Time:1 Minute, 9 Second

লোকসভার অধিবেশন দিয়েই শুরু হল বাদল অধিবেশনের প্রথম দিন । সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ব্যবহার করা হয়েছে দুই কক্ষের অধিবেশনের আলোচনার জন্য । লোকসভার সাংসদেরা দূরত্ব বিধি মেনেই দুই কক্ষে দূরত্ব বজায় রেখে বসেছেন । দুই কক্ষেই লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন ।

সোমবার ১৮ দিনের বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেন, দেশ রক্ষার্থে সীমান্তে সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে যারা বুক চিতিয়ে লড়ছেন সেই সেনার পাশে গোটা দেশ আছে, এই বার্তা ঐক্যবদ্ধভাবে সংসদ থেকে পৌঁছে দেওয়া উচিত ।

তাঁর বিশ্বাস, সংসদের সব সদস্য এ বিষয়ে সহমত পোষণ করবেন । এমনই বার্তা দিয়েছেন তিনি ।
