অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। ইতিমধ্যেই দু’বার সৌমিত্রবাবুর প্লাজমা থেরাপি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্বর না থাকলেও মস্তিষ্কে অস্থিরতা রয়েছে বর্ষীয়ান এই অভিনেতার। তবে কী কারণে এমন হচ্ছে তা অবশ্য স্পষ্ট করেননি চিকিৎসকরা। তবে শিল্পীর ঘুম ভালো হয়েছে বলেই এদিন জানান চিকিৎসকরা।

কোভিড এনসেফেলোপ্যাথিতে ভুগছেন ৮৫ বছর বয়য়ী অভিনেতা। মঙ্গলবার থেকেই বেলভিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে শুক্রবার থেকেই শরীরের অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে সৌমিত্রবাবুর শারীরিক অস্থিরতা কিছুটা কমেছে। রক্তের অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ, তবে রক্তচাপ মাঝে-মধ্যে উঠানামা করছে। রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসায় ১২ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রতি মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকরা।