প্যালিস্তানি জঙ্গি আক্রমনে বিধ্বস্ত ইসরায়েল, মৃত কমপক্ষে ৩৫ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

প্যালিস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের আক্রমনে বিধ্বস্ত ইসরায়েল। মৃত এক ভারতীয় সহ প্রায় ৩৫। হামলার ঠিক আগে একটি বিবৃতি প্রকাশ করে হামাস।তাতে বলা হয় ইসরায়েলের দিকে প্রায় ৩০০ টি রকেট নিক্ষেপ করতে চলেছে তারা। এর মধ্যে তেল আভিভ শহরের দিকে ১১০টি এবং বিরশেভা শহরের দক্ষিন দিকে প্রায় ১৫০ টিরও বেশি রকেট নিক্ষেপ করার কথা বলা হয়। গাজায় ইসরায়েলি বায়ুসেনার এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিতেই এই হামলা, এমন দাবীও করা হয় ওই বিবৃতিতে।

হামাসের এই ঘোষণার পরই সাইরেন বেজে ওঠে ইসরায়েলে। বোমের আঘাত থেকে বাঁচতে তেল আভিভের বাসিন্দারা বোম্ব শেল্টারে গিয়ে আশ্রয় নেন। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। এই হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় মহিলা সহ ৩৫ জনের। মহিলা কর্মসূত্রেই ওই দেশে থাকতেন বলেই জানা যাচ্ছে। সোমবার ইসরায়েলের বায়ুসেনা শতাধিক যুদ্ধ বিমান নিয়ে আকাশপথে হামলা করে গাজার উপর। এর ফলে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গাজা শহর। ভেঙে গুঁড়িয়ে যায় শহরে অবস্থিত ৯ তলা একটি বহুতল। যার ফলে গতকালের এই হামলাকে একেবারেই ‘প্রতিশোধ’ বলে দাগিয়ে দিতে চাইছে হামাস। ইজরায়েলের বিরুদ্ধে এটিই এখনও অবধি সবচেয়ে বড় হামলা হামাসের। সোমবার ইসরায়েল অধিকৃত গাজা ও জেরুজালেমে হামলা চালায় প্যালিস্তানি জঙ্গি গোষ্ঠী হামাস। এর জবাবেই এয়ার স্ট্রাইক করে ইসরায়েল। দুদলের এই সংঘর্ষে মৃত্যু হয় ১০জন শিশু সহ মারা যান ৩২ জন প্যালিস্তানি। আহত হন ২০০ এর ও বেশি । এই পরিস্থিতিতে দুপক্ষকেই হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। তাঁদের অনুমান, ক্রমেই সম্পুর্ন যুদ্ধের দিকে এগোচ্ছে দুই দেশের পরিস্থিতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধায়ক পদে ইস্তফা দুই বিজেপি নেতার । এম ভারত নিউজ

রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭থেকে কমে হয়ে দাঁড়ালো ৭৫। এদিন ইস্তফা দিলেন দুই বিজেপি বিধায়ক। বুধবার বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দেন দিনহাটার ও শান্তিপুরের বিধায়ক নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার। যেহেতু একইসঙ্গে সাংসদ এবং বিধায়ক পদে থাকা সম্ভব নয় সেই কারণেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে ইস্তফা পত্র জমা […]

Subscribe US Now

error: Content Protected