আইপিএলে যুক্ত হচ্ছে নয়া দু’টি দল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 39 Second

খুশির খবর আইপিএল প্রেমীদের জন্যে। আসন্ন আইপিএলে এবার বৃদ্ধি পেতে চলেছে দলের সংখ্যা। আটের বদলে মাঠে নামতে দেখা যাবে দশটি দলকে। কোন নতুন দু’টি শহরকে দল হিসেবে দেখা যাবে সেই নিয়ে উত্তেজনা রয়েছে সকলেরই। কিন্তু এই বিষয়ে এখনই কিছু খোলসা করেনি বিসিসিআই।

২১ সেপ্টেম্বরই নতুন দুই দলের নিলাম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানার শেষ দিন। ১৭ অক্টোবর দু’টি দলের নিলাম হবে এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। টেন্ডর ডাকা শুরু হবে ৫ অক্টোবর থেকে এমনটাই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। প্রথমে নথিপত্র যাচাই, তার পর আর্থিক লেনদেন। ভার্চুয়াল লেনদেনের বদলে সামনাসামনি উপস্থিত থেকেই হবে এই নিলাম।

বিসিসিআই সূত্রের খবর, দল কেনার জন্য যেকোনো সংস্থার মোট আর্থিক সম্পত্তির পরিমাণ হতে হবে আড়াই হাজার কোটি টাকা। একটি দল কেনার জন্য খরচ করতে হবে অন্তত দুই হাজার কোটি টাকা। নতুন দলের শহর হিসেবে উঠে আসছে আহমেদাবাদ, কটক, গুয়াহাটি, ধর্মশালা, ইন্দর, এবং লখনৌ-এর নাম। ২০২২-এ ৯টি করে ম্যাচ খেলবে এক একটি দল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুরুলিয়ায় অনুষ্ঠিত হল 'করম পরব' । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়ার একটি বিখ্যাত উৎসব করম পরব। ভাদ্র মাসের শেষের দিকে এই পরব অনুষ্ঠিত হয় প্রান্তিক জেলা পুরুলিয়ায়। তবে শুধু পুরুলিয়া নয় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড,বিহার, মধ্যপ্রদেশ, অসমে যথোচিত মর্যাদায় পালিত হয় এই উৎসব।আসলে এটি হল ফসল কাটার উৎসব। আর উৎসবে এক বিশেষ দেবতার পূজার্চনা করা হয় যার নাম […]

Subscribe US Now

error: Content Protected