৪ ঠা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন কৃষকরা, কৃষি আইন বাতিল করা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিভিন্ন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন কৃষকেরা, সহ্য সীমা এবার ছাড়িয়ে গেছে বলেই জানিয়েছেন তারা । কেন্দ্রের প্রস্তাবে রাজি না হয়ে পূর্বের থেকে অনেক বড় মাপের আন্দোলনের জন্য নিজেদেরকে তৈরি করে নিচ্ছেন কৃষকেরা ।আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সঙ্গে তাদের বৈঠকের কথা় পূর্বেই ঘোষিত হয়েছিল। তারা জানিয়েছেন এই দিন আশানুরূপ ফল না পাওয়া গেলে , থেমে থাকবেন না তারা। এমনকি নিজেদেরকে আটকে রাখবেন না দিল্লির এই বদ্ধ পরিসরের মধ্যে , এমনকি তার পরিবর্তে ট্রাক্টর মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা জাসভির সিং।
কেন্দ্রের কাছে কৃষকদের যে সমস্ত এজেন্ডার কথা উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে চারটি মূল বক্তব্যের মধ্যে মাত্র দুটি বক্তব্য মেনে নেওয়া হয়েছে ভারতীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এর দ্বারা । তবে সামান্যতম আর্থিক অনুদানের কথাও ঘোষণা করা হয়নি কেন্দ্রের দ্বারা, মেনে নেওয়া হয়নি কৃষি বিল তুলে নেওয়ার ব্যাপারে কৃষকদের দাবি। তাদের দাবি কেন্দ্র কোনভাবেই তাদেরকে গুরুত্ব দিচ্ছে না।
ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান এর তরফ থেকে জানানো হয়েছে শাহীনবাগ এর আন্দোলনকে তারা বন্ধ করে দিতে সক্ষম হলেও কোনভাবেই দিল্লির এই আন্দোলনকে দমানো যাবে না এমনকি হরিয়ানা রাজস্থান সীমানায় যে সমস্ত কৃষকের আন্দোলন করছেন প্রয়োজনে তারাও যোগদান করবেন দিল্লির এই আন্দোলনে। তবে নতুন বছরে এই ব্যারিকেট ভাঙার দায়ে পুলিশ ধরপাকড় করে বেধড়ক পেটায় একাংশ কৃষকদের। যদিও ৪ তারিখের অপেক্ষায় রয়েছেন । তবে কৃষকেরা জানিয়েছেন আশানুরূপ ফল না পেলে শপিংমল ও পেট্রল পাম্প বন্ধ করবেন তারা।