উত্তপ্ত উপত্যকা, শাহের উপস্থিতিতেই চললো গুলি । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 47 Second

উপত্যকা উত্তপ্ত হয়ে উঠছে দফায় দফায় । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন । এরই মাঝে ফের উপত্যকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল । এ দিন সকাল থেকেই ফের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। পুঞ্চ জেলায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই । শেষ খবর অনুযায়ী, এক সেনা জওয়ান, দুই পুলিশকর্মী এনকাউন্টার অভিযানে আহত হয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের এক জঙ্গিও গুলিতে আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপত্যকায় জঙ্গিদমন অভিযান চলছে বিগত ১৪ দিন ধরে । এ দিন সকালে জঙ্গিঘাঁটি চেনাতে নিয়ে যাওয়া হয়েছিল দেতেনিউ জিয়া মুস্তাফা নামক এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে। যে মুহুর্তে পুঞ্চের ভাটা দুরিয়ান এলাকায় গোপন জঙ্গিঘাঁটিতে পুলিশ পৌঁছয় তখন থেকেই জঙ্গিরা পুলিশ ও সেনাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। জানা গিয়েছে,ধৃত জঙ্গি জিয়া মুস্তাফাও আহত হয়েছেন। ভারী গোলাগুলিবর্ষণের কারণে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা যায়নি বলেই জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকার । এম ভারত নিউজ

এবার ম্যালেরিয়া আক্রান্ত হলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকার । জানা যাচ্ছে তিন দিনের জন্য দিল্লি সফরে গিয়েছিলেন তিনি। সেই সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শুক্রবার থেকেই জ্বরে ভুগছেন রাজ্যের রাজ্যপাল। স্বাভাবিকভাবেই সাধারণ জ্বরের প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরেও জ্বর না কমার কারণে রক্ত পরীক্ষা করানো হয় তাঁর। আর সেখান থেকেই জানা […]

Subscribe US Now

error: Content Protected