জয়েন্ট এন্ট্রান্স ২০২২, নির্ঘণ্ট প্রকাশ বোর্ডের । এম ভারত নিউজ

Mbharatuser

বর্তমানে রাজ্যের দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। জানা গেছে, আগামী ২০২২ সালের পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে।

0 0
Read Time:2 Minute, 8 Second

বর্তমানে রাজ্যের দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। জানা গেছে, আগামী ২০২২ সালের পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। জানা যাচ্ছে, আগামী বছর ২৩ এপ্রিলই উল্লেখ্য পরীক্ষা সম্পন্ন করা হবে বোর্ডের তরফে। রাজ্যের বিভিন্ন বোর্ডের অন্তর্গত বিভিন্ন স্কুলগুলিতে পাঠরত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতিবছর ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচারের মত বিভিন্ন বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য এই এন্ট্রান্স পরীক্ষায় বসে থাকেন। ইতিমধ্যেই উল্লেখ্য বোর্ডের তরফে দুটির ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ওয়েবসাইট গুলি হল, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।

প্রসঙ্গত উল্লেখ করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝেও রাজ্য সরকারের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে গত ১৭ জুলাই পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল। যদিও পূর্ববর্তী সিদ্ধান্ত অনুসারে ১১ জুলাই পরীক্ষা নেওয়ার কথা জানালেও, পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মোট ২৭৪টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। সেক্ষেত্রে ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে মোট ৬০ শতাংশ ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভার্চুয়ালি মুখোমুখি দুই রাষ্ট্রনেতা বাইডেন-জিনপিং। এম ভারত নিউজ

দক্ষিণ চিন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালিবান-সহ একাধিক তাৎপর্যপূর্ণ বিষয়ে প্রায় সর্বদাই দ্বিমত পোষণ করে চিন ও আমেরিকা। তাই ক্রমশই যে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা ও চিন, তা বলার অপেক্ষা রাখেনা। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা উন্নতি করার লক্ষ্যেই আগামী সোমবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশপাশি ভারত-চিন সীমান্ত সংঘাতের বিষয়টিও উঠে আসতে পারে বলেই জানা গিয়েছে।

Subscribe US Now

error: Content Protected