আজই প্রকাশিত হতে পারে বিজেপির ইশতেহার, মূল বিষয়গুলি এক ঝলকে দেখে নিন । এম ভারত নিউজ

user 2
0 0
Read Time:4 Minute, 6 Second

আজ প্রকাশ হতে চলেছে বিজেপির ইশতেহার। ইশতেহারে মূলত বেতন বৃদ্ধি, নতুন প্রকল্পের ঘোষণা এবং মৎস্যচাষীদের জন্য নতুন সুবিধা আনার কথার উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোল্ডস্টোরেজ বৃদ্ধির কথাও ঘোষণা হতে পারে বলেই অনুমান করা যাচ্ছে। গত কয়েকদিনে বিজেপির হাইভোল্টেজ সভা থেকে অনুমান করা গেছে তৃণমূলের ব্যর্থতাকে সামনে তুলে ধরে আগামী পাঁচ বছরের জন্য ভরসার জায়গা তৈরি করতে চাইছেন তাঁরা। বঙ্গ নির্বাচন ২০২১ এর আগে দফায় দফায় জনসভা করছেন রাজ্য এবং কেন্দ্র উভয় শাসক বাহিনী । গত বেশ কয়েক বছরের নির্বাচনের মধ্যে অন্যতম নজির রাখতে চলেছে এই নির্বাচন, ইতিমধ্যেই তা বেশ বুঝতে পেরেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। লড়াইটা যে এবার ১৯-২০ এর তা বোঝাতে বাকি রাখেননি কোন দলই । চারিদিক বিবেচনা করে খুব সতর্কভাবে দাবার গুটি সাজিয়েছেন প্রতিটি দল , তা প্রকাশ পেয়েছে প্রার্থী তালিকা ঘোষণার দিন। প্রার্থী ঘোষণার পর এবার ইশতেহার প্রকাশের দিনে কে কাকে কতটা একহাত নিতে পারলেন তাই দেখার বিষয় । আজ বিজেপির ইশতেহার প্রকাশের কথা ইতিমধ্যেই সামনে এসেছে । তাই সেখানে রাজ্য নেতৃত্বকে ঠিক কতটা কোণঠাসা করতে পারবেন তা কিছুটা হলেও অনুমান করা যায়। বিজেপির ইশতেহারে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে সেই বিষয় গুলি নিম্নরূপ:

১/ কেন্দ্র এবং রাজ্যের প্রকল্প ঘটিত দ্বন্দ্ব:

কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা বহু প্রকল্প লাগু করা হয়না রাজ্যে , দফায় দফায় ঠিক এমনটাই দাবি করেছেন বিজেপি শীর্ষ নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এমনকি গতকাল সভা করতে এসেও খড়্গপুরে মোদি বলেছেন ,আয়ুষ্মান ভারত এবং পিএম কিষান সম্মানবিধি জাতীয় প্রকল্প গুলি পশ্চিমবঙ্গে লাগু করা হয়নি এবং আগামী দিনেও যে তা লাগু করা হবে না সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২/কেন্দ্র এবং রাজ্যের অর্থনৈতিক হিসাবের গড়মিল:

গতকাল খড়্গপুরের সভা করতে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় আমফানের ক্ষয়ক্ষতির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কখনোই পরিষ্কারভাবে কোনো উত্তর দেননি । তাই আদৌ কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাতে কত টাকা বিনিয়োগ করা হয়েছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে।

৩/ বেতন বৃদ্ধির আবেদন:

একদিকে যেমন আয়ুষ্মান ভারত বা কৃষক সম্মান বিধির বিষয়গুলি স্থান পেতে চলেছে ইশতেহারে ঠিক তেমনি রাজ্যের কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধির আবেদন করতে পারেন তিনি। ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের আনার কথা জানানোর আভাস দেওয়া হয়েছে.।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা ফিরহাদের । এম ভারত নিউজ

নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুসারে, পুর-প্রশাসক পদে রাখা যাবে না কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের । গতকালই এমন নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন । ২০২০ সালেই বিভিন্ন পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। তবে করণা আবহে গত বছর পৌরসভা নির্বাচন করানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এই পদগুলি থেকে […]

Subscribe US Now

error: Content Protected