0
0
Read Time:1 Minute, 15 Second
করোনা আক্রান্ত কুমার শানু। এদিন গায়কের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর আক্রান্তের খবর পোস্ট করা হয়। জানা গিয়েছে, দিন কয়েক ধরে জ্বরে ভুগছিলেন গায়ক। এরপর তাঁর করোনা পরীক্ষা করানো হয়। সেই রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ আসে। কুমার শানুর উপসর্গ থাকলেও তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তাঁর পরিবার। এমনকী কোন জায়গা থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়েও এখনও কিছু স্পষ্ট করা হয়নি। একদিকে যখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা বিরুদ্ধে লড়াই নিয়ে চিন্তায় রয়েছেন সিনেপ্রেমী থেকে তাঁর অনুরাগীরা, সেই তালিকায় যোগ হল কুমার শানুর করোনা আক্রান্তের খবর। যদিও করোনামুক্ত হয়ে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রবীণ অভিনেতা।