অমিতাভ থেকে শাহরুখ, শহর কলকাতায় চাঁদের হাঁট! এম ভারত নিউজ

admin

হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে শুরু হয়েছে আজকের উদ্বোধনী।

0 0
Read Time:3 Minute, 33 Second

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে দুই বছর পর ফের নিজের ছন্দে মেতে উঠেছে সিনেমা মেলা। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্বে এ’দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। এছাড়াও উপস্থিত রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রানি মুখোপাধ্যায় । বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতায় পৌঁছতে একটু দেরি হলেও তাঁর উপস্থিতি একটা অনবদ্য মাত্রা যোগায় অনুষ্ঠানে।

পাশাপাশি বাঙালির হার্টথ্রব সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অরিজিৎ সিংয়ের উজ্জ্বল উপস্থিতি আরও বেশি রঙিন করে তুলেছে মঞ্চকে। এছাড়াও এদিন উপস্থিত রয়েছেন মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, স্বস্ত্রীক কৌশিক গঙ্গোপাধ্যায়, কুমার শানু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী প্রমুখ ব্যক্তিত্ব। মোটামুটি আজ পুরো চাঁদের হাঁট কলকাতা সিনেমা মেলায়।

এ বছর ৪২টি দেশের ১৮৩টি ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এ বছর প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে স্পেশাল ট্রিবিউট জানানো হবে। শ্রদ্ধা জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায় এবং আলি আকবর খাঁকে। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে শুরু হয়েছে আজকের উদ্বোধনী। ভারতীয় ছবি ছাড়াও, রাশিয়া, জার্মানি, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইজারল্যান্ড সহ অন্যান্য বহু দেশের ছবি দেখানো হবে এ বারের চলচ্চিত্র উৎসবে । ফিল্ম ফেস্টিভ্য়াল চলবে ২২ শে ডিসেম্বর পর্যন্ত। এ বছর চলচ্চিত্র উৎসবের বিজ্ঞাপনী প্রচারে দেখা যাচ্ছে চার্লি চ্যাপলিনের পাশে বসে আছে ‘পথের পাঁচালী’র অপু।

কখনও আবার ফরেস্ট গাম্পের পাশে বসে আছেন ফেলুদা। আরও কত কি। এই অভূতপূর্ব ভাবনাই তুলে ধরছে এবারের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পঞ্চায়েত ভোট নিয়ে এখনই বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাইকোর্টের। এম ভারত নিউজ

আগামী ৯ ই জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না।

Subscribe US Now

error: Content Protected