রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্য-রেল বৈঠক শেষ। ৭২ ঘণ্টার মধ্যে লোকাল ট্রেন চালাতে চায় রেল। বৈঠক শেষে জানাল রেল। নবান্নে বৈঠক শেষে প্রাথমিক পর্যায়ে ট্রেন কীভাবে চালানো হবে তা নিয়ে জানাল রেল। ট্রেনে স্বাস্থ্যবিধি বজায় রেখে চালানোর প্রস্তাব রেখেছে রেল। থাকছে বাধ্যতামূলক মাস্ক ও থার্মাল চেকিং। কোভিড প্রোটোকল ও জনস্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে রেল ও রাজ্যকে। রেল জানাচ্ছে, আমরা জনসাধারণকে পরিষেবা দিতে চাই। রাজ্য সরকারের সঙ্গে সহমত রেখেই লোকাল ট্রেন চালানো হবে।
তবে ৫ নভেনম্বর ৪টের সময় ফের বৈঠক করে যাবতীয় পরিকল্পনা স্থির করা হবে। সেক্ষেত্রে ১২০০ জন যাত্রীর জায়গায় ৬০০ জন যাত্রী যাতে বসে যেতে পারে, সেই দিকে নজর রাখা হবে। ই-টিকিটে জোর দেওয়ার ভাবনাও রয়েছে বলে জানানো হয়। তবে পশ্চিমবঙ্গে যে পরিমাণে যাত্রী প্রতিদিন যাতায়াত করে, তার চেয়ে অনেক কম সংখ্যকই পরিষেবা পাবেন। প্রথমধাপে ১০ শতাংশ ট্রেন চালানোর ইচ্ছা রয়েছে রেলের। এরপর পরিস্থিতি বুঝে কালীপুজোর পর আরও ২৫ শতাংশ ট্রেন চালানোর ইচ্ছে রয়েছে। এদিন নবান্নে মুখ্যসচিব, পূর্ব ও দক্ষিণ রেলের আধিককারিকদের সঙ্গে বৈঠক হয়।