অক্সিজেনের অভাবে মৃত্যু হল লেকটাউন এর এক বাসিন্দার ।লেকটাউন এক নম্বর পল্লীশ্রী তে করণা আক্রান্ত হয়েছিলেন বছর ৬৪এর সুমতি দত্ত। ঘটনাচক্রে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাব এই মৃত্যু হয় তাঁর তবে পরিবারের সদস্য এবং পাড়ার লোকেদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, গত 8 ঘণ্টা ধরে ওই মৃতদেহ এখনও পর্যন্ত বাড়িতেই পড়ে রয়েছে এমনকি পৌরসভার তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

দক্ষিণ দমদম পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত চার দিন আগে শারীরিক অঅসুস্থতার কথা জানতে পারা যায়। গায়ের তাপমাত্রা অতিরিক্ত থাকায় করোনা টেস্ট করানো হলে দুদিন আগে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে একসময় অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায়, ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনার ফলে সমস্যায় পড়েছেন প্রতিবেশীরা। তাঁরা জানিয়েছেন পার্শ্ববর্তী বাড়ি হওয়ার কারণে ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে তাঁদের।
প্রসঙ্গত উল্লেখ্য, পরিবারের লোকের অভিযোগ গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে ফোন করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, বলে পরিবারের লোকের অভিযোগ জানিয়েছে। প্রায় ৮ ঘন্টা অতিক্রান্ত হতে চায় এখনও পর্যন্ত বাড়িতেই পড়ে আছে মৃতদেহ। পৌরসভার কোন সদুত্তর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। গত দুদিন আগে দেখা গিয়েছিল লেকটাউন পল্লীশ্রী এলাকায় আরও এক করোনা আক্রান্তের মৃতদেহ, বাড়িতেই পড়ে ছিল, তারপরে আজ আবার এই ঘটনা পুনরায় ঘটায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।