ব্যাঙ্ক এবং পোস্টঅফিস কর্মীদের জন্য ছাড় দিল পূর্ব রেল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

আজ থেকে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন ব্যাঙ্ক কর্মী এবং পোস্টঅফিস কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য এতদিন পর্যন্ত রেলের স্টাফেদের সঙ্গে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করার সুযোগ পাচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। তবে স্বাস্থ্যকর্মীদের মত এবার একই সমস্যায় ভুক্তভোগী হচ্ছিলেন ব্যাংক এবং পোস্ট অফিস কর্মীরাও। জরুরী পরিষেবার কারণে প্রতিনিয়ত ব্যাংক এবং পোস্ট অফিসে যেতে হয় তাঁদের। তবে রেল চলাচল বন্ধ থাকার কারণে রীতিমতো হেনস্থা হতে হয়েছিল তাঁদের। সে কারণেই পূর্ব রেলের তরফ থেকে গতকালই অনুমতিপত্রে সীলমোহর দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন ব্যাংক এবং পোস্ট অফিসের কর্মীরা। পরবর্তীতে সেই আবেদনপত্রে গ্রিন সিগনাল দিয়ে রাজ্য সরকারের তরফে একটি চিঠি পাঠানো হয় রেল মন্ত্রকের কাছে। আর তারপরই সেই বিষয় বিবেচনা করে এবার গতকালই সমস্ত রেলস্টেশনের আধিকারিকদের কাছে অনুমতি পাঠানো হয় পূর্ব রেলের তরফে। যদিও রেল মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারের কাছে একটি মোট পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছিল, যেখানে রোজ ট্রেনে মোট কতজন ব্যাঙ্ক কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করবেন তার উল্লেখ রাখতে হবে। যদিও সেবিষয়ে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনরকম উত্তর মেলেনি। তবে পরিষেবা চালু করা হল ইতিমধ্যেই। রেল মন্ত্রকের তরফে নেওয়া এই তৎপরতায় খুশি যাত্রীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইয়াসে বিধ্বস্তদের পাশে এবার অভিনেত্রী কোয়েল । এম ভারত নিউজ

ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত সাধারণ মানুষের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসে কবলিত এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অন্যান্য বহু অভিনেতা-অভিনেত্রীরা। তবে এবার তাঁদেরই একজন হয়ে সাধারণ মানুষের দুঃখের দিনে তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এই বিখ্যাত অভিনেত্রী। মূলত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected