চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তী তরুণ মজুমদার । এম ভার‍ত নিউজ

Mbharatuser 2
0 0
Read Time:2 Minute, 20 Second

বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম নাম তরুণ মজুমদার। চলচ্চিত্র জগতকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার এক নাম হল তরুণ মজুমদার। শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তরুণ মজুমদার তৈরি করেন যাত্রিক টিম। যা বাংলা চলচ্চিত্র জগতের বড় পর্দায় পারিবারিক ঘটনাগুলিকে তুলে ধরে। এই যাত্রিক দলের পরিচালনায় তৈরি হয় চাওয়া পাওয়া, কাঁচের স্বর্গ, পলাতকের মত বিখ্যাত সিনেমাগুলি। কাঁচের স্বর্গ বাংলা চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার পর্যন্ত এনে দিয়েছিল। এরপর তিনি যাত্রিক থেকে বেরিয়ে এসে নিজের পরিচালনায় সিনেমা তৈরি করতে থাকেন। তরুণ মজুমদারের বিখ্যাত সিনেমাগুলি হল বালিকা বধূ, নিমন্ত্রণ ,দাদার কীর্তি ,শ্রীমান পৃথ্বীরাজ, গণদেবতা। একাধিক জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। অনেকদিন ধরেই তরুণ মজুমদার কিডনির সমস্যায় ভুগছিলেন, ৬ই জুন শারীরিক সমস্যার অবনতি হওয়ায় এসএসকেএম -এ ভর্তি করা হয় তাঁকে। তরুণ মজুমদারের চিকিৎসার দায়িত্বে ছিলেন চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের মতো স্বনামধন্য চিকিৎসকরা। তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার ন’টার সময় মেডিকেল বোর্ডের মিটিং হয়। কিন্তু শেষ পর্যন্ত ৯১ বছর বয়সে বাংলা চলচ্চিত্র জগতকে ছেড়ে চলে গেলেন তরুণ মজুমদার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লি থেকে দুবাইগামী বিমানের জরুরী অবতরণ পাকিস্তানে । এম ভারত নিউজ

মঙ্গলবার দিল্লি থেকে দুবাইয়ের দিকে স্পাইসজেটের এসজি ১১ বিমান উড়ান দেয়। কিন্তু আচমকাই স্পাইসজেটের বিমানটি পাকিস্তানের করাচি বন্দরে অবতরণ করে। জানা গিয়েছে বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করে। স্পাইসজেটের মুখপাত্র এক সাক্ষাৎকারে জানান, এসজি ১১ বিমানটি যখন মাঝ আকাশে তখন বিমানকর্মীরা দেখেন বিমানের বাঁদিকের ট্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোচ্ছে […]

Subscribe US Now

error: Content Protected