প্রার্থী হতে না পেরে রেললাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা । ঘটনা ঘটেছে হুগলি জেলায় । সোমবার সকালে ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখার্জি আত্মহত্যা করার জন্য রেল লাইনে শুয়ে পড়েন। যদিও তাঁকে নিরস্ত করে উঠিয়ে নিয়ে আসে দলের লোকেরা । অন্যদিকে, দল ছাড়ার ইঙ্গিত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের । মনের মত আসন না পেয়ে এমনই টানা পোড়েন চলছে বিজেপিতে । এদিকে আজ সোমবার সকাল থেকেই বিজেপির হেস্টিংসের কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। ফায় দফায় বিক্ষোভ হেস্টিংসের কার্যালয়ের সামনে বিক্ষোভের প্রেক্ষিতে রায়দিঘির প্রার্থী বদলের সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি । প্রার্থী না হওয়ায় নানা কর্মীর একের পর এক ঘটনা সামনে আসছে বার বার । ভোট ঘোষণার পরে একে একে প্রত্যেকটি দলই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে । তবে সেই তালিকা যে খুব একটা গ্রহণযোগ্য হয়নি দলীয় কর্মীদের কাছে তার উদাহরণ আমরা প্রায়শই পাচ্ছি । গতকাল বিজেপির শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার কথা সামনে আসে । তাঁরাও জানিয়েছিলেন, মনের মত আসন পাননি বলেই তাঁরা দল ছাড়ছেন । আসন্ন বঙ্গ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে টানাপোড়েন চলছে তৃনমূলেও । আজই দল ছাড়ার ঘোষণা করেছেন অভিনেত্রী দেবশ্রি রায় । বলা বাহুল্য ২০২১-এর নির্বাচনে কি হতে চলেছে তা চিন্তাতীত ।
আত্মহত্যার চেষ্টা বিজেপি কর্মীর, কিন্তু কেন ? । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 10 Second