কলকাতা থেকে ছাড়বে এমন সমস্ত দুরপাল্লার বাসে এবার থেকে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করল পরিবহণ নিগম। বিশেষ করে উত্তরবঙ্গগামী সমস্ত বাসেই এই থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছেন । ধর্মতলা ডিপোয় যারা কর্মরত তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাস পুরোপুরি ভাবে স্যানিটাইজ করে ছাড়ার আধ ঘন্টা আগে যাত্রীদের বাসে তোলা হবে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরাই থার্মাল স্ক্যান করবেন। উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের আধিকারিক অনিল অধিকারী জানান, সামাজিক দূরত্ব বজায় রেখেই এক একটি বাসে ২৫ জন করে যাত্রী তোলা হবে। বাসের চালক ও কন্ডাকটাররা পিপিই পরে যাত্রীদের পরিষেবা দেবেন। কিছুদিন আগেই দূর্গাপুরের এক ব্যক্তির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে কলকাতা থেকে ফেরেন। তাঁর করোনা পজিটিভ হওয়া সত্ত্বেওরতিনি বাসে করে এসেছেন। বাসে ওঠার আগে কোনও পরীক্ষা করা হয়নি, হলে তা ধরা পড়ত এমন অভিযোগ করেছেন সেই ব্যক্তি ইজেই । এই ঘটনার পরেই থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।
