এবার থেকে থার্মাল স্ক্রিনিং বাসেও ?

user
0 0
Read Time:1 Minute, 38 Second

কলকাতা থেকে ছাড়বে এমন সমস্ত দুরপাল্লার বাসে এবার থেকে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করল পরিবহণ নিগম। বিশেষ করে উত্তরবঙ্গগামী সমস্ত বাসেই এই থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছেন । ধর্মতলা ডিপোয় যারা কর্মরত তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাস পুরোপুরি ভাবে স্যানিটাইজ করে ছাড়ার আধ ঘন্টা আগে যাত্রীদের বাসে তোলা হবে। কন্ডাক্টর বা ডিপো কর্মীরাই থার্মাল স্ক্যান করবেন। উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের আধিকারিক অনিল অধিকারী জানান, সামাজিক দূরত্ব বজায় রেখেই এক একটি বাসে ২৫ জন করে যাত্রী তোলা হবে। বাসের চালক ও কন্ডাকটাররা পিপিই পরে যাত্রীদের পরিষেবা দেবেন। কিছুদিন আগেই দূর্গাপুরের এক ব্যক্তির দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে কলকাতা থেকে ফেরেন। তাঁর করোনা পজিটিভ হওয়া সত্ত্বেওরতিনি বাসে করে এসেছেন। বাসে ওঠার আগে কোনও পরীক্ষা করা হয়নি, হলে তা ধরা পড়ত এমন অভিযোগ করেছেন সেই ব্যক্তি ইজেই । এই ঘটনার পরেই থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্টেশন এবার এয়ারপোর্ট

বিমানবন্দরের আদলে সাজছে কলকাতা স্টেশন । কলকাতা স্টেশনে তৈরি হচ্ছে নয়া লাউঞ্জ। বাংলাদেশ যাওয়ার জন্যে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ছাড়ে এখান থেকে অতএব কলকাতা স্টেশন এখন আন্তর্জাতিক স্টেশন। এছাড়া উত্তরবঙ্গ ও উত্তর ভারত যাওয়ার একাধিক ট্রেন এখানে থেকে যাতায়াত করে। দুরপাল্লার যাত্রীদের জন্য থাকার ভালো হোটেল নেই। ফলে বিশ্রাম নেওয়ার […]

You May Like

Subscribe US Now

error: Content Protected