রক্ত দিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 53 Second

কেন্দ্রের নয়া কৃষি আইন ফেরানোর দাবিতে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি। মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান শিবিরের আয়োজন করেন কৃষকরা। তারপর সেই রক্ত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লেখেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। চিঠিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা নয়া কৃষি আইন প্রত্যাহার করা হোক। পাশাপাশি একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তাঁরা লিখেন, ‘কালা কানুন ফিরিয়ে নিন’, ‘কালা কানুন বাতিল করতে হবে’।

এসবের মধ্যেই মঙ্গলবার অর্থাৎ আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের সঙ্গে আরও এক দফা বৈঠক করলেন বিক্ষোভরত কৃষকরা। বৈঠক শেষে তোমর জানান, ‘‘খুব তাড়াতাড়ি কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রের ফের আলোচনা হবে।’’

অন্যদিকে, দলীয় সাংসদদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

এর আগেও একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছেন আন্দোলনকারীরা। তবে তাঁদের দেওয়া সর্বশেষ চিঠি নিয়ে কৃষকদের অবস্থান কী হবে, তা নিয়ে বুধবার আলোচনায় বসবেন তাঁরা। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিক্ষুব্ধ কৃষক সংগঠনের সূত্রে খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শাহের সভায় যোগদানের সম্ভাবনা রাজ্যের তিন মন্ত্রীর । এম ভারত নিউজ

নতুন বছরের গোড়াতেই ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি ১২ জানুয়ারী অমিত শাহের হাওড়ার ডুমুরজলার সভা রয়েছে। সেখানেই রাজ্যের তিন হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানের সম্ভবনা রয়েছে। যাঁরা নাকি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে। পরের সভাটি হবে হুগলীতে। হুগলীর […]

Subscribe US Now

error: Content Protected