নতুন বছরের গোড়াতেই ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি ১২ জানুয়ারী অমিত শাহের হাওড়ার ডুমুরজলার সভা রয়েছে। সেখানেই রাজ্যের তিন হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানের সম্ভবনা রয়েছে। যাঁরা নাকি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও বটে। পরের সভাটি হবে হুগলীতে। হুগলীর সেই সভায় যোগদানের সম্ভবনা দুজন বিধায়কের।
ফের রাজ্য সফরে অমিত শাহের আসা প্রসঙ্গে সেভাবে বিজেপি নেতৃত্ব মুখ না খুললেও, আগে বেশ কয়েকবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, নির্বাচনের আগে পর্যন্ত প্রায় প্রতি মাসেই এরাজ্যে আসবেন অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে, সেই অনুযায়ী বাংলার কর্মীদের মনোবল বাড়িয়ে সোনার বাংলা গড়তে মরিয়া শাহ, তাই বারবার রাজ্যে আসছেন। তবে কয়েকদিন আগেই তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিধায়ক, সাংসদের দলে টেনেছে পদ্মশিবির, এখন দেখার, শাহের টার্গেটে কোন তিনজন মন্ত্রী রয়েছেন।