করোনা পরিস্থিতির মোকাবিলায় সারা বিশ্ব নানা পদক্ষেপ নিচ্ছে । এই সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ মঙ্গলবার দুটি বৈঠক করতে চলেছেন । করোনা আবহের নানা কর্মসূচি ছাড়াও করোনা ভ্যাকসিন আসার পরে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ের ওপরেও য়ালোচনা হবে আজকের এই বৈঠকে । বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মোদী । সকাল ১০টা থেকে ১২টা অবধি চলবে এই বৈঠক । যেখানে কেরাল, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন প্রথম বৈঠকে । দ্বিতীয় বৈঠকে মোদী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন এবং কোভিড -১৯ ভ্যাকসিন বিতরণ নিয়ে আলোচনা করবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য কড়া পদক্ষেপ নিয়েছে কোভিড মোকাবিলায় । বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নাইট কার্ফুও জারি করা হয়েছে । এমনকি বেশ কয়েকটি রাজ্যে ফের শুরু হতে পারে লকডাউন ।
