জানুয়ারিতে ফের রাজ্যে আসতে পারেন শাহ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, চলতি মাসেই আবারও রাজ্য সফরে আসতে পারেন অমিত শাহ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কখনও অমিত শাহ, কখনও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পশ্চিমবঙ্গ সফরে আসছেন। এর আগে বঙ্গ সফরে এসে বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন তিনি। সেইমত নেতা-কর্মীরাও ঝাঁপিয়ে পড়েছেন। এবার আবারও রাজ্যে আসতে চলেছেন শাহ।

এবারের রাজ্য সফরে হাওড়ায় সভা করার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীর। জেলা বিজেপি সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি অর্থাৎ রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করতে পারেন তিনি। আর সে কারণে বৃহস্পতিবার সভাস্থল পরিদর্শনে গেলেন হাওড়া জেলার পর্যবেক্ষক জ্যোর্তিময় সিং মাহাত।

জেলা বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, সদর হাওড়া জেলা বিজেপির তরফে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্টেডিয়ামে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে আবেদন মঞ্জুর হয়েছে বলেই খবর।

ওইদিন হাওড়ার উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে দলীয় কর্মীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। এদিন শাহের কর্মসূচির সমস্ত দিক খতিয়ে দেখতে যান জেলার বিজেপি পর্যবেক্ষক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। তাঁর সঙ্গে ছিলেন গ্রামীণ হাওড়ার জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডল, বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাঙচুরের থেকে ইটবৃষ্টি, তোলপাড় বর্ধমান জেলার পার্টি অফিসে । এম ভারত নিউজ

ভাঙচুর চললো বর্ধমান জেলার পার্টি অফিসে। দিন কয়েক আগেই ভার্চুয়ালি ঝা চকচকে এই অফিসের উদ্বোধন করেছিলেন জে পি নাড্ডা৷ আদি- নব্য লড়াইয়ে অফিসে ভাঙচুর চালালেন দলীয় কর্মীরা৷ দ্বন্দ্বে চললো ইটবৃষ্টি বিজেপি-র দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে৷ আগুন লাগানো হল বেশ কয়েকটি গাড়িতে৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে৷ দলের আদি- নব্য […]

Subscribe US Now

error: Content Protected