নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সদ্য প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা। সেখানে গুরুত্ব পেয়েছে মহিলা, তারকা ও সংখ্যালঘুরা। কথা মতো নন্দীগ্রাম থেকে লড়ছেন তৃণমূল সুপ্রিম স্বয়ং। এবারের নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পাশাপাশি অন্যতম হাওড়া একাধিক বিধানসভা কেন্দ্রগুলি। কারণ ভোটের মুখে হাওড়া জেলা থেকেই মোটের ওপর তৃণমূলের রক্তক্ষরণ বেশি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক হাওড়ার বিধানসভা কেন্দ্রগুলির প্রার্থী তালিকা।

বালি বিধানসভা কেন্দ্রঃ ড.রানা চ্যাটার্জী।
ডোমজুড় বিধানসভা কেন্দ্রঃ কল্যানেন্দু ঘোষ।
হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রঃ
গৌতম চৌধুরী।
হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রঃ
অরুপ রায়।
হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রঃ
নন্দিতা চৌধুরী।
শিবপুর বিধানসভা কেন্দ্রঃ
মনোজ তিওয়ারি।
সাঁকরাইল বিধানসভা কেন্দ্রঃ
প্রিয়া পাল।
পাঁচলা বিধানসভা কেন্দ্রঃ
গুলশান মল্লিক।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রঃ বিদেশ বসু।
উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রঃ পুলক রায়।
উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রঃ ড.নির্মল মাজি।
শ্যামপুর বিধানসভা কেন্দ্রঃ
কালিপদ মণ্ডল।
বাগনান বিধানসভা কেন্দ্রঃ
অরুনাভ সেন(রাজা)।
আমতা বিধানসভা কেন্দ্রঃ
সুকান্ত পাল বিধানসভা কেন্দ্রঃ
উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রঃ সমীর কুমার পাঁজা
জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রঃ
সীতানাথ ঘোষ।
এক্ষেত্রে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন হাওড়া উত্তরের লক্ষীরতন শুক্লা, হাওড়া দক্ষিণের ব্রজমোহন মজুরদার, শিবপুরের জটু লাহিড়ী, সাঁকরাইলের শীতল সর্দার, জগৎবল্লভপুরের মহম্মদ আবদুল গনি।
এবার হাওড়ায় নতুন মুখ হলেন, বালির রানা চট্টোপাধ্যায়, ডোমজুড়ের কল্যানেন্দু ঘোষ, শিবপুরের মনোজ তিওয়ারি, হাওড়া উত্তরে গৌতম চৌধুরী, সাঁকরাইলের প্রিয়া পাল, আমতার প্রার্থী হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিদেশ বসুরা।