Read Time:1 Minute, 20 Second
আবহাওয়া পরিবর্তনের জের। আগামীকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিনি প্রশাসনিক বৈঠকগুলি করবেন বলে রবিবার
নবান্নের তরফে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দু’দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। তাই উত্তরবঙ্গের পাঁচটি জেলার নির্ধারিত প্রশাসনিক বৈঠক এক সপ্তাহ পিছিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের সফরে ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। ২২ ও ২৩ তারিখ সেখানেই ৫টি জেলার প্রশাসনকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু নিম্নচাপের জেরে অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে সে সফরের সূচনা। করোনা আবহের জেরে প্রায় ৬ মাস উত্তরবঙ্গ সফর বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফর দিয়েই ফের প্রশাসনিক বৈঠক শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
