আগত পাঁচ রাজ্যের ভোটকে কেন্দ্র করে প্রচারে একটু ফাক ছাড়ছেনা বিজেপি সরকার। বিশেষ করে বঙ্গ রাজনীতিতে পদ্ম ফুল স্বপ্ন নিয়ে সর্বোচ্চ সম্প্রচারে নেমেছে বিজেপি সরকার। করণা টিকা শংসাপত্রের ছবি থাকায় প্রশ্নের মুখে পড়তে হলো তাদের। তৃণমূল সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্বাস্থ্যমন্ত্রককে।

বাংলার শাসকদলের সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব তলব নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনী ভোটের দিনলিপি প্রকাশ পেয়েছে পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শুধু করোনা টিকা শংসাপত্রের নয়, পাশাপাশি পেট্রল পাম্পগুলি মোদির ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সামনে বঙ্গ ভোট আর তার আগেই করোনার টিকা শংসাপত্রের নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে অভিযোগ তুললেন রাজ্যসভার সংসদ ডেরিক আব্রাহাম। পাশাপাশি কোউইন অ্যাপের মাধ্যমে নিজের নাম প্রচার করছেন প্রধানমন্ত্রী । সরকারি অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত সম্প্রচার অবশ্যই একটি অনৈতিক কাজ বলেই গণ্য করা হয়েছে এক্ষেত্রে । বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অনৈতিক কাজের জন্য ভোট ব্যাংকের তুমূল পার্থক্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।