সুস্থ আছেন মহারাজ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 13 Second

বর্তমানে সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এখনো আরো কিছুদিন রাখতে হবে তাঁকে হাসপাতালে, থাকতে হবে চিকিৎসাধীন। গতকাল প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবি শেট্টীর তত্ত্বাবধানেই দুটি স্টেন্ট বসানো হয় সৌরভের ধমনীতে। গতকাল করা হয়েছে তাঁর এঞ্জিওপ্লাস্টি এবং সফলতার সাথেই দুটি স্টেন্ট বসানো সম্ভব হয়েছে তার শরীরে।সৌরভকে ‘ড্রাগ ইলিউটিং’ স্টেন্ট দেওয়া হয়েছে৷ তবে স্টেন্ট বসানোর আগে সৌরভকে সেডেটিভ দেওয়া হয়েছিল ফলে বেশ কিছুক্ষণ আচ্ছন্ন ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভ গঙ্গোপাধ্যায় মেডিকেল হিস্টোরি ঘেঁটে দেখলে ,দেখতে পাওয়া যাবে চলতি মাসের শুরুর দিকেই প্রথমে একদিন জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন এবং পরে ব্ল্যাক আউট হয়ে যান। পরবর্তীতে তাঁকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হৃদযন্ত্রে সমস্যা আছে বলে জানায় ডাক্তাররা , সেই সময় তার শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছিল , পরে কিছুদিন ডাক্তারদের তত্ত্বাবধানে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ফের বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট তারপর তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বঙ্গ ভোটের আগে সময় বের করে বঙ্গের মহারাজ সৌরভকে দেখতে হাস বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

একনজরে শাহের কর্মসূচি । এম ভারত নিউজ

তিনদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কর্মসূচি অনুযায়ী উলুবেড়িয়ার রোড শো, সেখানকার আনন্দময়ী কালি বাড়িতে পুজো দেওয়া ও বিদ্যাসাগরের জন্মস্থান পরিদর্শনের কথা থাকলেও পরে তা বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণ হাওড়া জেলা বিজেপির সদর কার্য্যালয় উলুবেড়িয়ার মনসাতলায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান হাওড়ার জেলা বিজেপির পর্যবেক্ষক […]

Subscribe US Now

error: Content Protected