একে করোনার সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে , তার ওপরে অক্সিজেনের ঘাটতি। এবার দেশকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে এলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।দেশের বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবার সরাসরি করোনা যুদ্ধে পায়ে পা মেলাতে এগিয়ে এল। একাধিক রাজ্যের হাসপাতালের জন্য চিকিৎসায় ব্যবহারযোগ্য ১৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ কট্রর দায়িত্ব নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায়।
প্রসঙ্গত উল্লেখ্য শুধু তাই নয় পাশাপাশি মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গেও ওই একই সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন বহু মানুষ।ইতিমধ্যেই আজ সকালে নবান্নের তরফ থেকে একটি চিঠিতে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে করোনা ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন এবং বেডের সংখ্যায় ঘাটতি দেখা যাচ্ছে। তাই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের করোনা সংক্রমনের হারকে প্রতিহত করতে উদ্যত হয়েছে রাজ্য প্রশাসন তবে কেন্দ্রের কাছ থেকে আরও বেশি পরিমাণে ভ্যাকসিন এবং অক্সিজেনের আর্জি জানিয়েছে রাজ্য সরকার।