নিয়োগ দুর্নীতিতে এবার উঠে এল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম। অতিরিক্ত শূন্য পদ তৈরি করে সেখানে নিয়োগের নির্দেশ এসেছিল শিক্ষামন্ত্রীর কাছ থেকেই। আইনজীবীরাও এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বেনামি নিয়োগ মামলায় শিক্ষা সচিব মনীশ জৈনকে আজ জেরা করা হয় আদালতে। একের পর এক জেরার মুখে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ব্রাত্য বসুর নাম নিলেন রাজ্যের শিক্ষা সচিব। বেআইনিভাবে রাজ্য মন্ত্রীসভার এই অতিরিক্ত শূন্য পদ তৈরিতে হতভম্ব বিচারপতি।

মূলত অযোগ্য এবং অবৈধদের বাঁচাতে এই শূন্য পদ তৈরি হচ্ছে বলে মনে করছেন তিনি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন এইসব অযোগ্য নিয়োগের কড়া সমালোচনার মুখে। এর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেব যা গোটা দেশে কখনো হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। তিনি আরও বলেন যে, ‘রাজ্যে গণতন্ত্র বিকশিত হয়নি। ক্যাবিনেট তথা উচ্চস্তর থেকে কী করে এইরকম বেআইনি নির্দেশ আসতে পারে। আমি নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের লোগো এবং দল হিসেবে তাদের মান্যতা প্রত্যাহার করতে বলব, সংবিধা বিরোধী যা ইচ্ছে কাজ করা যায় না’।
আরও পড়ুন