Read Time:1 Minute, 30 Second
করোনার জেরে স্থগিত হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের এজিএম তথা বার্ষিক সাধারণ সভা। স্বাভাবিক ভাবেই মেয়াদ বাড়ল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও তার কমিটির।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, করোনার জেরে আগামী ৩০ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা যাচ্ছে না। পরবর্তীতে কবে হবে, সেই তারিখ নির্ধারণ হলে তা জানিয়ে দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নথিভুক্ত। যার নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে ফেলতে হয় বোর্ডকে। যার অর্থ, সৌরভ, জয় শাহরা আপাতত থাকছেন। তবে শুধু সৌরভরা নন, বোর্ডের বার্ষিক সভা পিছিয়ে যাওয়ার ফলে ভারতীয় ক্রিকেটে জাতীয় নির্বাচকদের মেয়াদও তিন মাস করে বেড়ে গেল। যাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আপাতত আরও তিন মাস তারা থাকতে পারবেন।
