0
0
Read Time:1 Minute, 5 Second
রিয়া চক্রবর্তীকে প্রায় ১০ ঘণ্টা জেরা করেছে ইডি। বয়ান রেকর্ড করা হয়েছে । আগামী সপ্তাহে ফের ডাকা হতে পারে রিয়াকে। গতকাল ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ইডির দফতরে যান তিনি। জানা গিয়েছে শৌভিক খানিকক্ষণ পর বেরিয়ে এলেও রিয়া দফতর ছেড়ে বেরোন রাত ৮টা ৪৫মিনিট নাগাদ। গতকালের জেরায় রিয়া জানিয়েছেন, সুশান্তের থেকে কোনও টাকা নেননি তিনি। বরং নিজের রোজগার থেকেই সব টাকা মিটিয়েছেন বলে দাবি করেছেন রিয়া। এমনটাই জানা গেছে ইডির তরফে । সুশান্তের সঙ্গে মোট চারটি স্টার্ট আপ কোম্পানি খুলেছিলেন রিয়া, তাঁর ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে তাঁরা দুজনেই বিনিয়োগ করেছিলেন ।