0
0
Read Time:1 Minute, 8 Second
মাত্র দশ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোলট করেন লেঙ্গেলেট। তার পরেই ফের ৩৩ বছর বয়সী মেসির পায়ের জাদুর সাক্ষী থাকল ফুটবল বিশ্ব । চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করলেন। পরের গোলটি হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পরই মেসির কেরামতিতে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি স্পট থেকে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষের দিকে নাপোলি একটা গোল শোধ করেছিল বটে কিন্তু, ততক্ষণে মেসিদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা। পাশাপাশি চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখও।