নেতাজির জন্মদিনটি জাতীয় ছুটি হোক, আবেদন নিয়ে চিঠি মমতার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

2021-র 23 জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। আর এই জন্মজয়ন্তীর কথা উল্লেখ করে জাতীয় ছুটি ঘোষণার আবেদন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মোদিকে দেওয়া চিঠিতে দুটি বিষয় উল্লেখ করেন মমতা। এক জন্মজয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা, দুই নেতাজির অন্তর্ধান নিয়ে যে রহস্য রয়েছে, সে বিষয়ে সত্য সকলের সামনে আনা হোক। এদিন এই দুই বিষয় নিয়ে নবান্ন থেকে চিঠি পাঠানো হয় রাজধানীতে।

যদিও এবারই প্রথম নয়, এর আগেও কেন্দ্রকে একাধিকবার নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি ঘোষণার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে সাড়া মেলেনি। তবে ওই দিন রাজ্য সরকার ইতিমধ্যেই ছুটি ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি এদিন চিঠিতে মমতা উল্লেখ করে লেখেন, নেতাজির মতো ব্যক্তিত্বের কী পরিণতি হয়েছিল, তা জানার আগ্রহ রয়েছে সারা বিশ্বের। সেই কারণেই নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হোক।

উল্লেখ্য, প্রাথমিকভাবে মনে করা হয় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির। যদিও এই দাবি মানতে নারাজ নেতাজি গবেষকদের অনেকেই। তাঁদের মতে নেতাজি সম্পর্কিত বহু তথ্য এখনও সামনে আসেনি এবং এই তথ্যগুলি সামনে আনা উচিত। গত বছরই নেতাজির মৃত্যুবার্ষিকী ১৮ অগস্ট বলে টুইট করে দেশজুড়ে বিতর্ক বাধিয়েছিল পিআইবি। শুধু তাই নয়, পিআইবি-র সুরেই বিজেপির গুজরাত রাজ্য নেতৃত্বের টুইটার হ্যান্ডেলেও আপলোড করা হয়েছিল একটি ভিডিয়ো। কংগ্রেস হাইকমান্ডের টুইটার হ্যান্ডেলের একটি পোস্টারেও ১৮ অগস্টকে নেতাজির মৃত্যুদিন বলে উল্লেখ করা হয়েছিল। উল্লেখ্য সেই বিতর্কর সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনের দাবিতে সরব হয়েছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সাইকেল নিয়েই চড়া যাবে মেট্রোয় ? । এম ভারত নিউজ

মেট্রোয় এবার থেকে আপনার দুচাকাওয়ালা সঙ্গীকে নিয়েই সফর করতে পারবেন। অবাক লাগলেও এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই তো জানানো হয়নি। এমনই সিদ্ধান্ত নিয়েছে কোচি। এবার থেকে কোচিবাসীরা সাইকেল নিয়ে দূরের পথ পাড়ি দিতে চাইলে মেট্রো স্টেশনে এসে আর তাঁদের সাইকেল নিয়ে দুর্ভাবনায় পড়তে হবে না। […]

Subscribe US Now

error: Content Protected