Read Time:1 Minute, 20 Second
মন কি বাত অনুষ্ঠানের পরই প্লেস্টোরের প্রথম দশে জায়গা করে নিল দেশীয় অ্যাপ। প্রসঙ্গত রবিবার প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে সৃজনশীল অ্যাপের ওপর জোর দেন। সামাজিক বিভাগে শীর্ষ দশে থাকা দেশীয় অ্যাপগুলি হল জোশ, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, মোজ, রোপোসো ও চিঙ্গারি। শিক্ষা বিভাগে নয়া ফেভারিট হিসেবে উঠে এসেছে আপ সরকার সেবা, দৃষ্টি, সরলদাতা, ভূত কিডস, পঞ্জাব এডুকেয়ার ও কুটুকি কিডসের মতো দেশীয় অ্যাপগুলি। আবার হেলথ অ্যান্ড ফিটনেস বিভাগে সবচেয়ে বেশি ফলো করা হচ্ছে আরোগ্য অ্যাপ। এদিন মন কি বাত অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে এই দেশীয় অ্যাপগুলিকে সাহায্য করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এদিন Koo, StepSetGo, Zoho-র মত বেশকিছু দেশীয় অ্যাপের প্রশংসাও করেন তিনি।

