করোনা চিকিৎসায় আর্থিক সাহায্যের ক্ষেত্রে কর ছাড়। বড় ঘোষণা কেন্দ্রের। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 29 Second

করোনা চিকিৎসার জন্য হাসপাতাল বা নার্সিংহোমের বিল মেটানো, ওষুধপত্রের খরচ ইত্যাদি সামলাতে কষ্ট করতে হচ্ছে ছাপোষা পরিবারদের। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। করোনা চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সাহায্যের টাকায় আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। করোনায় মৃতের পরিবারকে অর্থ সাহায্যের ক্ষেত্রেও একই ছাড় মিলবে।অর্থ মন্ত্রক জানিয়েছে, করোনার চিকিৎসা করাতে যদি কোনও ব্যক্তি নিয়োগকারী সংস্থা বা আত্মীয়-বন্ধুদের থেকে টাকা ধার নেন, তাহলে সেই টাকায় আয়কর দিতে হবে না। পুরোটাই ছাড় পাবেন গ্রহীতা। আবার যদি সংক্রমিত ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবার যদি কোনও নিয়োগকারী সংস্থার থেকে বা আত্মীয়-পরিজনের থেকে টাকা ধার নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আয়করে ছাড় পাওয়া যাবে। মৃতের পরিবার বা নিকট আত্মীয় যিনিই অর্থ সাহায্য নিয়ে থাকুন না কেন, সেই টাকায় আয়কর দেওয়ার দরকার পড়বে না।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, সংক্রমিত বা মৃতের পরিবারকে কোনও নিয়োগকারী সংস্থা আর্থিক সাহায্য করলে সেই টাকায় পুরোপুরি কর ছাড় মিলবে। তবে ব্যক্তিগত ক্ষেত্রে আয়কর-মুক্ত অনুদানের সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি আত্মীয় বা বন্ধু মারফৎ এক বা একাধিক ব্যক্তির থেকে অর্থসাহায্য আসে, তাহলে সবচেয়ে বেশি ১০ লাখ টাকা অবধি কর ছাড় পাওয়া যাবে। এই সেই সীমা পেরিয়ে গেলে আয়কর দিতে হবে। অর্থবর্ষ থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গেছে। পরবর্তী অর্থবর্ষেও সেই আয়কর ছাড়ের নিয়ম কার্যকর থাকবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মুখ্যমন্ত্রীর নয়া উদ্যোগ! আসছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প। এম ভারত নিউজ

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই প্রকল্পের আওতায় পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা মিলবে। কার্ডের বৈধতা ৪০ বছর বয়স পর্যন্ত থাকবে। তিনি বলেন, সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারান্টার। উচ্চশিক্ষার জন্য লোন নেওয়া যাবে স্টুডেন্টস ক্রেডিট কার্ডে। অনেকটা ব্যাঙ্ক ঋণের ধাঁচেই মিলবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফায়দা। আগামী ৩০ জুন […]

Subscribe US Now

error: Content Protected