Read Time:1 Minute, 24 Second
চৈত্র-বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় বেশিরভাগ ক্ষেত্রেই সাধারন বাঙালির জীবনে নিয়ে আসে গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝখানে খানিকটা শান্তির ও খুশির হাওয়া। কিন্তু এবার এই ঝড়েই বহু ঘর ভাঙলো মালদায়।

গতকাল রাতে মালদার চাচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের দক্ষিণ পাড়া গ্রামে ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বহু বাড়ি। উড়ে গিয়েছে বহু বাড়ির ছাদ। ঘরবাড়ির পাশাপাশি বহু চাষের জমির ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে কলা ও ভুট্টা চাষের বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এখানকার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। এছাড়াও দুর্গতদের সরকারি সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। তবে ভোটের এই প্রাক্কালে তার এই আশ্বাস কতটা কার্যকর হয়, সেটাই দেখার।