রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধীদের প্রার্থী কে হবেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধীরা বৈঠকে বসলেন । সম্মিলিতভাবে ঠিক হয় শরদ পাওয়ারকে বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে নামানো হবে। কিন্তু শরদ পাওয়ার জানিয়ে দেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যয় বিরোধীদের বলেন, শরদ পাওয়ারকে আবার বোঝানো হবে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ানোর জন্য । তবু তিনি রাজি না হলে বিরোধীদের পক্ষ থেকে গোপালকৃষ্ণ গান্ধী অথবা ফারুক আব্দুল্লাহকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করা হবে। এদিকে শনিবার এক সাক্ষাৎকারে ফারুক আব্দুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না জানিয়ে দেন। এরপর অনেকেই মনে করেন বিরোধীদের পক্ষে থেকে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করবেন গোপালকৃষ্ণ গান্ধী। আবার গোপালকৃষ্ণ গান্ধী সোমবার এক সাক্ষাৎকারে জানান, তার নাম রাষ্ট্রপতি নির্বাচনে বিবেচনা করার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞ । পাশাপাশি তিনি এও বলেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি এমন একজনকে করা উচিত যিনি দেশের ঐক্যমতকে ঠিক করবেন। গোপালকৃষ্ণ গান্ধী এর আগে 2017 সালে উপ রাষ্ট্রপতি পদে বিরোধীদের পক্ষ থেকে লড়াই করেন এবং তিনি অনেক রাজ্যের রাজ্যপাল পদেও থেকেছেন। তাই অনেকে ভেবেছিলেন যে, বিরোধীদের পক্ষে থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীই হবেন । কিন্তু তিনি এই মুহূর্তে সরে দাঁড়ালে বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন সে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া চালু 15 জুন থেকে শেষ 29 জুন, 18 ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং ২১শে জুলাই ফল ঘোষণা। শাসক-বিরোধী কোনো পক্ষই এখনো প্রার্থী না দেওয়য় দেশের 75 তম রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গোপালকৃষ্ণ গান্ধী । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 53 Second