চাকরি দেওয়ার নামে বিরাট প্রতারণাচক্র, পাণ্ডাকে হুগলি থেকে ধরল বিধাননগর পুলিশ । বিদেশে তেলের কোম্পানিতে চাকরি দেওয়ার নামে কারও থেকে ৮০ হাজার, কারও থেকে ৯০ হাজার আবার কারও থেকে এক লক্ষ টাকা নেওয়া হয় এই অফিস থেকে। ঝাঁ চকচকে অফিস । একটা কাজ পাওয়ার জন্য ভিড় লেগে থাকত সেই অফিসে। ঠিক তার দু-তিন মাস পরই টাকা তোলা হয়ে গেলে বন্ধ হয়ে যেত অফিস । এভাবেই বেশ চলছিল। কিন্তু গত বছর মার্চ মাসে প্রথম অভিযোগ পায় বিধাননগর পুলিশ । সল্টলেকের সুকান্ত নগরের একাধিক বাসিন্দা অভিযোগ করেন থানায় । এলাকার মানুষ বুঝতে পারেন যে নিশ্চই কোন গন্ডগোল আছে । তদন্তে নামে পুলিশ এবং জানতে পারে, বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে রাখত তারা এবং বেকার যুবকদের স্বপ্ন দেখিয়ে প্রতারিত করত । এই চক্র শুধু কলকাতা নয়। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে । শনিবার রাতেই পুলিশ হুগলি থেকে গ্রেফতার করে মহম্মদ সোহাব ওরফে সমীর ঘোষকে।
