বেলুড় মঠে চালু হল সেফ হোম পরিষেবা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 4 Second

মানব সেবায় নিয়োজিত প্রাণ। এই কথা মাথায় রেখেই এগিয়ে এলেন বেলুড় মঠের ভারপ্রাপ্ত আধিকারিকেরা। পূর্বঘোষণা মত আজ পয়লা জুন থেকে শুরু হল বেলুড়মঠ সেফ হোমে রোগীদের আনাগোনা। প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার মঠের আচার-রীতি মেনে শ্রীশ্রী ঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামী বিবেকানন্দের পূজা করে সেফ হোমের আনুষ্ঠানিক সূচনা পর্ব সারা হয়েছিল। করোনাকালে, আশার আলো দেখানো বেলুড়মঠে পূর্বঘোষণা মত চালু করা হল ৫০ বেডের একটি সেফ হোম। বেলুড় শিল্পমন্দির পলিটেকনিক ক্যাম্পাসে আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম চালু করা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত বিনামূল্যে মিলবে ওষুধ, চিকিৎসা, পথ্য ও অক্সিজেন পরিষেবা। আপাতত ক্লাসরুম এবং প্রার্থনা কক্ষেই এই সেফ হোমের সুবিধা করা হয়েছে। বেলুড় মঠের এই সেফ হোমটি বেলুড়, বালি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য পূর্বঘোষণা মত যে সমস্ত রোগীদের বাড়িতে উপসর্গহীন বা মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের হোম আইসোলেশনে থাকা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তাঁরাই জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বেলুড়মঠে এই সেফ হোমে থাকার সুযোগ পেতে পারেন। এমনটাই জানানো হয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাসপাতলে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । এম ভারত নিউজ

করোনা পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে এবার এইমসে ভর্তি হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বর্তমানে দিল্লি এইমসের চিকিৎসাধীন তিনি। ড:নীরাজ নিশালের অধীনে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। জানা যাচ্ছে বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠার পরই তিনি ফের দপ্তরে যোগদান করেন এবং […]

Subscribe US Now

error: Content Protected