BSNL এর তরফ থেকে বড় ঘোষণা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 26 Second

ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে করা হল বড় ঘোষণা , সমস্ত সরকারি কর্মচারীদের জন্য । সোমবার BSNL-এর তরফে বলা হল, সরকারি কর্মচারীদের জন্য ১০% ছাড় দিতে চলেছে তারা। এই কথার অর্থ হল সরকারি কর্মচারী হলে তার প্রত্যেক রিচার্জে তিনি ১০% ছাড় পাবেন। জিওর বাজারে ধুঁকতে থাকা ভোডাফোনের একমাত্র ট্রাম কার্ড হতে পারে সরকারি কর্মচারীরা। সেক্ষেত্রে সেই লক্ষ্যে পাকাপাকি ভাবে কাজও শুরু করে দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। পয়লা ফেব্রুয়ারি থেকে মিলবে এই সুযোগ। বিএসএনএল কর্তৃপক্ষ তরফ থেকে এই খবর ঘোষণা করা হয়েছিল , বিএসএনএল কলকাতা টুইটার একাউন্টের মাধ্যমে।

তবে শুধুমাত্র বর্তমানে কর্মরত কর্মচারীরা সুযোগ সুবিধা পাবেন তা নয় পাশাপাশি সুযোগ-সুবিধা পাবেন সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা । BSNL-এর ল্যান্ডলাইন ইউজারেরা, ব্রডব্যান্ড এবং ফাইবার টু দ্য হোম (FTTH) সার্ভিস যাঁরা নিয়ে থাকেন, তাঁরা 1 ফেব্রুয়ারি 2021 থেকেই এই সুবিধা পাবেন। গত বছরে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, তারা তাদের সুবিধামত বিএসএনএল বা এম টি এন এল এর রিচার্জ প্ল্যান বা ব্রডব্যান্ড নিতে পারেন । এবছর হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে বিএসএনএল। সমস্ত বেসরকারি কোম্পানিগুলির বাজারে নিজের জায়গা করে নিতে নানান রকম রিচার্জের প্লানের ডালি সাজিয়েছেন বিএসএনএল কর্তৃপক্ষ এমনকি পূর্বে সরকারি কর্মচারীদের প্লান এর ক্ষেত্রে যে ৫ শতাংশ পর্যন্ত দেয়া হতো সেই ছাড় বাড়িয়ে দেওয়া হলো ১০ শতাংশ পর্যন্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত খেজুরি । এম ভারত নিউজ

শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। সোমবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর হেঁড়িয়ায় পাল্টা সভার ডাক দিয়েছে বিজেপি। এদিনের সভায় থাকবেন শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয়। সেই অনুযায়ী চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সেইসময় খেজুরি বারাতলাতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, খেজুরিতে জনসভায় যাওয়ার পথে […]

Subscribe US Now

error: Content Protected