ভারতের মহিলা আইপিএল টুর্নামেন্ট শুরু করার ইচ্ছা প্রকাশ স্মৃতির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 13 Second

মহিলা আইপিএল টুর্নামেন্ট শুরু করার ইচ্ছা প্রকাশ করলেন স্মৃতি। ভারতের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট গুলির মধ্যে একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিবছরই ভারতের বিভিন্ন রাজ্য গুলির পুরুষ দলগুলিকে খেলানো হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। শুধু তাই নয় পাশাপাশি বিভিন্ন রাজ্যের নতুন প্রতিভাগুলিকেও সুযোগ দেওয়া হয় আইপিএলের মাধ্যমে। এবারে ভারতীয় মহিলা দলের আইপিএল শুরু করার ব্যাপারে একই ইচ্ছে প্রকাশ করলেন ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা। স্মৃতির কথায় , ভারতীয় পুরুষদের মত ভারতীয় মহিলাদেরকেও এই খেলার সুযোগ দেওয়া উচিত । সেক্ষেত্রে আগামী দিনে মহিলা ক্রিকেট বিশ্বের দরবারে এক্সপোজার তৈরি করতে পারবে। ইতিমধ্যেই ভারতীয় বিখ্যাত স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন , “ঠিক যে সময় ভারতীয় পুরুষ দলের আইপিএল শুরু হয়, তখন রাজ্যের সংখ্যা একই ছিল। সেই সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মান ভাল ছিল। আমার মনে হয় আইপিএল এখন আর ১০ বা ১১ বছর আগের মত আর নেই। মহিলা ক্রিকেটের জন্য যথেষ্ট রাজ্য আছে বলেই আমি মনে করি। মূলত আমাদের শুরু করার জন্য ন্যূনতম ৫-৬ টি দলের প্রয়োজন।’

ভারতীয় মহিলা দলের অন্যতম সেরা খেলোয়াড় স্মৃতি মনে করেন, আগামী দিনে ঠিকঠাক এক্সপোজার পাওয়ার জন্য নূন্যতম কয়েকটি দলকে নিয়ে আইপিএল শুরু করা দরকার। না হলে সেক্ষেত্রে আগামী দিনে এক্সপোজার পেতে সমস্যা হতে পারে ভারতীয় মহিলা দলের। সাক্ষাৎকারে নিজের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ৩-৪ বছর আগেও খেলেছি। তবে সেখানকার অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় , অস্ট্রেলিয়ায় ৪০-৫০ জন এমন মহিলা ক্রিকেটার রয়েছেন, যারা ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মত দক্ষতা অর্জন করেছেন। আমি সত্যিই চাই এটা ভারতীয় ক্রিকেটে করা হোক এবং আইপিএল এতে একটি বিশাল ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আগামী দিনে মেয়েদের আইপিএল খুব সুন্দর হবে এবং আমি এর জন্য অপেক্ষারত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির শহীদ সম্মান যাত্রার তৃতীয় দিনে পুরুলিয়ায় সুভাষ সরকার । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ বিজেপির শহীদ সম্মান যাত্রার তৃতীয় দিনে পুরুলিয়া জেলায় যাত্রা শুরু করলেন কেন্দ্রীয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। আজ পুরুলিয়া জেলার রঘুনাথপুরে দলিয় অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। এখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা নেতৃত্বের সকলে। এই কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী […]
district_830

Subscribe US Now

error: Content Protected