দলের নেতা লুকা মদরিচের জাদুকরী পারফমেন্স। বিপক্ষ দল স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে স্থান করে নিলো ক্রোয়েশিয়া। মদরিচের জাদুতেই ৩-০ তে জিতলো তাঁরা। ১৭ মিনিটেই প্রথম গোল দেয় ক্রোয়েশিয়া। প্রথম গোল হয় ব্ল্যাসিকের বুটে।

তবে প্রথমার্ধ শেষের আগেই গোল শোধ করে স্কটল্যান্ড। আগের থেকে শোরগোল চলছিল লুকা মদরিচের ভয়ঙ্কর সুন্দর খেলা আবার কবে দেখা যাবে সেই নিয়ে। ২০১৮ বিশ্ব কাপে মন জিতে নেন তিনি। এবার এই ম্যাচে দেখা গেল মদরিচের জাদু। দ্বিতীয়ার্ধে শুরু হয় আরও ভয়ঙ্কর আক্রমণ। গোল আসে ৬২ মিনিটে লুকা মদরিচের দুর্দান্ত শর্ট এবং মদরিচ ম্যাজিক ছড়িয়ে যায় সারা মাঠে।যখন খেলা শেষ হতে বাকি আর আনুমানিক ২০ মিনিট, তখন কর্নার পায় ক্রোয়েশিয়া, কর্নার থেকে আবার মদরিচের দারুণ শর্ট ও শেষ ছোঁয়া পেরিসিকের এবং গোল গোল গোল। ম্যাচের শেষ হাসি হাসলো ক্রোয়েশিয়া ৭৭ মিনিটে। নিজেদের ঘরের মাঠে ৩-১ গোলে সুন্দর জয়ের মুখ দেখলো ক্রোয়েশিয়া। পরাজিত স্কটিশরা। ডি গ্ৰুপের দ্বিতীয় স্থান থেকে নকআউটে পর্বে ক্রোয়েশিয়া ও তাই আবার দেখা যাবে মদরিচ ম্যাজিক।