শিল্পে বিনিয়োগ টানতে মুম্বাইতে মমতা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 29 Second

রাজ্যে লগ্নি টানতে মঙ্গলবারই মুম্বই রওনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র শিল্পপতিদের সঙ্গে বাংলায় বিনিয়োগ সংক্রান্ত বৈঠকই নয়, বিজেপি বিরোধী জোট শক্ত করতে একাধিক নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনাও হবে। সেই লক্ষ্যেই সাক্ষাৎ সারবেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গেও। মঙ্গলবার রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিজেই এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো। 

যদিও এই সফর চলাকালীন শিব সেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, আপাতত অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি উদ্ভব ঠাকরে। সংক্রমণ এড়ানোর জন্য উদ্ধবের সঙ্গে কাউকেই দেখা করার অনুমতি দিচ্ছেন না চিকিৎসকেরা। তাই এই সফরে তাঁর সঙ্গে মোলাকাত হবে না তৃণমূল নেত্রীর।  তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে আদিত্য ঠাকরে দেখা করতে আসবেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে।

এদিন বিমানবন্দর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আগামী বছর বাংলায় বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানাতে ও রাজ্যের শিল্প বান্ধব পরিবেশকে শিল্পপতিদের কাছে তুলে ধরাই তাঁর এই মুম্বই সফরের মূল লক্ষ্য। একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক ও আলোচনা সারবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও আলোচনা করবেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নির মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গেও।  আগামীকাল অর্থাৎ বুধবার সিদ্ধিবিনায়ক মন্দির পরিদর্শনেও যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নতুন বছরের শুরুতে ফের বিদেশ সফরে মোদী । এম ভারত নিউজ

নতুন বছরে ফের বিদেশ সফরে যেতে চেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের শুরুতেই আরব আমিরশাহীর উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। আগামী বছরের গোড়াতেই ২০২০ সালের দুবাই এক্সপো অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানেই যোগ দেবেন মোদি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে তিনি নভেম্বরের গোড়াতেই গ্লাসগো সম্মেলনে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন বিদেশে। দুবাই এক্সপোতে (Dubai […]

You May Like

Subscribe US Now

error: Content Protected