নুনেরও আছে অনেক গুণ, জানুন । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 12 Second

নুন বিনা প্রতিদিনের জীবন যেন পানসে। বাজারে চলতে ফিরতে আমরা লবণ দেখতে পাই হরেক রকমের । কিন্তু আপনি কি আগে শুনেছেন পিঙ্ক হিমালয়ান ক্রিস্টাল সল্টের কথা ? যে নুন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকে তার চেয়ে ঢের বেশী উপকারী এই নুন । প্রতিদিনের খাদ্য তালিকায় এ লবণ রাখলে তা দেহের দূষিত টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখতে খুব সাহায্য করে। ফলে লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায় রক্তে। ভালো থাকে কিডনি ও লিভার ।

চলুন,এই নুনের গুণাগুণ সম্পর্কে আজ তাহলে জেনে নিই :

১) খাবারের স্বাদ বাড়ায় : এই লবণ বিভিন্ন খাবারের উপর অল্প পরিমাণে ছড়িয়ে দিন আর দেখুন কি আমূল পরিবর্তন আসে খাবারের স্বাদে । এই লবণ ব্যবহার করা যায় ফ্রুট স্যালাড,সুশী, ভেজিটেবল স্যালাড, বিভিন্ন খাবারে ।

২) ওজন কমায় : এই লবণ দেহে তৈরী করে ডাইজেস্টিভ জুস । যার ফলে খুব তাড়াতাড়ি খাবার হজম হয়। ফলে অতিরিক্ত ওজন কমে ।

৩) রক্তচাপ কমায় : হিমালয়ান পিংক সল্ট সাহায্য করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে । ফলে রক্তচাপ কমে এবং হার্ট ভাল থাকে ।

৪) ত্বক ভালো রাখতে : এই লবণ ত্বককে টানটান করতে আর একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৫) মাসল্ রিল্যাক্সেশন : শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে স্নানেও ব্যবহার হয় এই লবণ ! বাথটব বা বালতির জলে ফেলে দিন এক টুকরো হিমালয়ান লবণ । এটি রিল্যাক্স করে মাংস পেশীকে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সুখবর ! রাজ্যের বাজারে আসছে 'জাইকভ-ডি' । এম ভারত নিউজ

ওমিক্রন হানার মাঝেই সুখবর রাজ্যবাসীর জন্য। জানা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্যের বাজারে আসছে জাইকভ-ডি ভ্যাকসিন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এমন বার্তাই পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, মোট সাতটি রাজ্যে পাঠানো হতে চলেছে এই ভ্যাকসিন। জানা যাচ্ছে মোট তিন লক্ষ ডোজ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা […]

Subscribe US Now

error: Content Protected