কবে মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা? । এম ভারত নিউজ

Mbharatuser

সংসদের শীতকালীন অধিবেশনের আগেই রাজধানী সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে থাকবেন। এছাড়াও যোগ দিতে পারেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে।

0 0
Read Time:2 Minute, 4 Second

সংসদের শীতকালীন অধিবেশনের আগেই রাজধানী সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে থাকবেন। এছাড়াও যোগ দিতে পারেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সাক্ষাৎকারের সময়ও দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ তারিখ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও।

রাজ্যের বকেয়া পাওনার দাবি, রাজ্যের সম্মতি না নিয়ে সীমান্তে বিএসএফের কাজের ক্ষমতাবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে সোমবারই রাজধানী পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তৃণমূলের বেশ চিন্তিত। মোদির সঙ্গে বৈঠকে অন্যান্য নানান দাবির সঙ্গে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আনতে পারেন মুখ্যমন্ত্রী। আর এই একই প্রসঙ্গে তিনি দেখা করতে পারেন অমিত শাহর সঙ্গেও। ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহর কাছে তাঁর সরব হওয়ার সম্ভাবনা যথেষ্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রার অনুমতি দিলনা ত্রিপুরা সরকার। এম ভারত নিউজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরার বিজেপি সরকার। যদিও পদযাত্রার অনুমতি না মিললেও, মিলেছে পথসভার অনুমতি। সোমবার সকালেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ত্রিপুরা সরকারের একটি প্রশাসনিক চিঠি টুইট করেন।

Subscribe US Now

error: Content Protected