নিজাম প্যালেস যাওয়া নিয়ে হলফনামা জমা দিলেন মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

মুখ্যমন্ত্রী হয়ে নয়, সাধারণ নাগরিক হিসেবে নিজাম প্যালেসে গিয়ে ছিলেন বলেই হলফনামায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই নারোদা মামলায় ধৃত চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল সিবিআই। আর তারপরেই এই ঘটনার প্রেক্ষিতে নিজাম প্যালেসের সামনে ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীতে মামলার শুনানির সময় বারবার এই কারণটিকে তুলে জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর উপস্থিতির কারণে দ্রুত জামিন পেয়েছিলেন ধৃত চার ব্যক্তি। জানা যায়, দলের তিন নেতাকে গ্রেফতারি নিয়ে তিনি বলেছিলেন, ‘তাহলে আমাকেও গ্রেফতার করুন। নইলে সিবিআই দফতর ছাড়ব না।’

আদালতের কাছে দেওয়া এই হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ,তাঁদের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণেই নিজাম প্যালেসে পৌঁছেছিলেন তিনি। মূলত সুব্রত মুখোপাধ্যায় তাঁর বাল্যকালের পরিচিত একজন আর তাঁর বিপদের দিনে ঘরে বসে থাকতে পারেননি মুখ্যমন্ত্রী।পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় তাঁর উপস্থিতির কারণে, প্রভাবিত হয়েছিল এই মামলা। যদিও তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে কোন বলপ্রয়োগ করেননি তিনি । আর দশজন সাধারণ মানুষের মত তিনটি নিরাপত্তা বলয় ভেদ করে নিজাম প্যালেসে পৌঁছেছিলেন তিনি। তাছাড়াও সমস্ত নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তিনি। রাজ্য সরকার এবং তাঁর অধীনে থাকা কলকাতা পুলিশ সমস্ত রকম ভাবে সিবিআইয়ের আধিকারিকদের সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট মামলায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের নক্ষত্র পতন, প্রয়াত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত । এম ভারত নিউজ

ফের নক্ষত্র পতন চলচ্চিত্র জগতে ,না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক এবং পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এই খবর প্রকাশ্যে আসার পরই শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। জানা যায় দক্ষিণ কলকাতা নিজ বাসভবনে প্রয়াত হন তিনি। পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আজ […]

Subscribe US Now

error: Content Protected