অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান, দেখে নিন খাবারের তালিকা। এম ভারত নিউজ

admin

বিশেষ দিনে সামিল হয়েছেন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরাও

0 0
Read Time:2 Minute, 56 Second

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মেতে রয়েছে গোটা দেশ। ভারতের মানচিত্র পেরিয়েও তাঁদের বিশেষ দিনে সামিল হয়েছেন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরাও। তিনদিনব্যাপী উৎসবে তারকাদের চোখ ধাঁধানো সাজ বারবার শিরোনাম দখল করছে।

সম্প্রতি রণবীর সিংয়ের একটি ভিডিয়ো সামনে এসেছে৷ যেখানে তাঁকে অতিথিদের উদ্দেশ্যে মাইক হাতে বলতে শোনা যায়, “আমার সন্তান আসছে৷” এরপরেই দীপিকার দিকে এগিয়ে গিয়ে তাঁর উদ্দেশ্যে বলেন, “হায় বেবস ৷ রকি রানধাওয়া দিস সাইড ৷ ভালোবাসি তোমাকে ৷ ইউ আর দ্য গ্লোয়িং বেবস ৷ হোয়াট ইজ দ্য রাজ? চল, একটা স্পেশাল ডান্স করা যাক ৷” এরপরেই মঞ্চে দীপিকাকে নিয়ে যান রণবীর ৷ ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে গল্লা গোড়িয়া গান ৷ তারপর আর কী, স্বামী-স্ত্রী দুজনেই মেতে ওঠেন গানের তালে ৷

এছাড়াও এই অনুষ্ঠানের শাহরুখ-সলমান থেকে শুরু করে হলিউডের পপ গায়িকা রিহানা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিহু বিশিষ্ট ব্যক্তিরা।

রাজকীয় এই বিয়েতে কি কি মেনু রয়েছে, জেনে নিন একনজরে

তিন দিনের অনুষ্ঠানে ১২ ধরনের খাবার প্রস্তুত করা হচ্ছে। আর সেই মেনুতে থাকবে আড়াই হাজার পদ।ইন্দোরের কচুরি থেকে শুরু করে ভুট্টেকা কীস, খোপরা প্যাটিস, উপমা, ইন্দোরের চিঁড়ের পোলাও, জিলিপি, নানা ধরনের চাট, কুলফি— এই সবই থাকছে মেনুতে।

প্রাতরাশের জন্যই থাকছে ৭৫ রকমের পদ। মধ্যাহ্নভোজে ২২৫ রকমের, নৈশাহারে ২৭৫ রকম পদ।

মধ্যরাতে অর্থাৎ রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত অতিথিদের জন্য থাকবে ৮৫ রকমের পদ। সেই সময় কারও খিদে পেলে এইসব খেতে পারবেন। তিন দিনের এই মেনু এমন ভাবে সাজানো হয়েছে, যাতে একটি পদও দ্বিতীয় বার না খেতে হয় অতিথিদের।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্ঘটনার কবলে সুকান্তর কনভয়, অল্পের জন্য প্রাণরক্ষা! এম ভারত নিউজ

বালুরঘাটের সাংসদ অবশ্য সুস্থ রয়েছেন বলেই খবর

You May Like

Subscribe US Now

error: Content Protected