0
0
Read Time:1 Minute, 27 Second
ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার তিন দলিত বোনকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, গোন্ডা এলাকায় রাতের অন্ধকারে তিন তলায় বেয়ে উঠে অ্যাসিড ছোড়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অ্যাসিড হামলার শিকার হয় ৮, ১২ ও ১৭ বছরের তিন দলিত বোন। পুলিশ সূত্রে খবর, তিন বোন যখন ঘুমোচ্ছিল, তখন খোলা জানলা দিয়ে তাদের দিকে শৌচালয়ে ব্যবহারের অ্যাসিড ছুড়ে মারা হয়। বড় বোনের মুখে ও বুকে সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছে। বাকি দুই বোনের হাতে সামান্য পুড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের তিনজনকেই গোন্ডা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, হামলাকারী ওই দলিত পরিবারের পরিচিত। এবং সে জানত যে, তিন বোন তিন তলায় ঘরে একসঙ্গে ঘুমোয়। এখনও পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।